সভাপতির বাণী কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদকের বাণী ফটো গ্যালারী যোগাযোগ
সভাপতির বাণী
শঙ্খেড় খর নাদে, সানাই বাঁশী ঢাক ঢোল ঝাঁঝর কাঁশরের বাদ্যে, ঘ্নটার মধুর ধ্বনিতে বিশ্বজগতের কল্যাণময়ী মা আসছেন। সমগ্র জগতের কল্যাণ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জীবের সুখ ও শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শারদীয় দূর্গা পূজা উদযাপিত হতে যাচ্ছে। অশুভ, অত্যাচারী, হীনমন্য, সন্ত্রাসী ও পশুশক্তির বিরুদ্ধে শুভ শক্তি ও ন্যায়ের বিজয়, সাধু, সৎ ও শান্তিপ্রিয় মানুষের জন্য অভয় বার্তা বয়ে আনা শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি উত্তরা থানা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে।

সব সময় আমরা উত্তরায় শারদীয় দূর্গাপূজা উদযাপন সকল ধর্ম-বর্ণের মানুষের অকুন্ঠ সহযোগিতা ও সমর্থন পেয়েছি। রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকলের পৃষ্ঠপোষকতা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষ করে সেক্টর কমিটিগুলোর প্রভূত সহযোগিতা পেয়েছি। সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্র এবং মাননীয় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় এডভোকেট সাহারা খাতুন, এমপি, তাঁর সহযোগিতার প্রশস্থ হাত আমাদের জন্য সব সময় রেখেছেন অবারিত যা সত্যিই অতুলনীয়।

প্রতি পূজোয় নৈবেদ্য প্রকাশ উত্তরায় শারদীয় দূর্গাজার এক উজ্জ্বল অমূল্য স্মারক। পূজোর এই সুন্দর শারদ সংকলন প্রকাশের নেপথ্যে এবং প্রকাশ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি। যারা বিজ্ঞাপন দিয়ে বিশেষভাবে স্পন্সর করে আমাদের সহযোগিতা করেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই।

এছাড়া পূজা কমিটির যে সকল কর্মীবৃন্দ একটি অসাধরণ পূজা ও উৎসব আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। উত্তরায় বসবাসরত সকল হিন্দু পরিবারের প্রাণোচ্ছল অংশগ্রহণ আমাকে উৎসাহিত ও আনন্দিত করেছে।

উত্তরায় তথা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সকল সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন অক্ষয় ও অটুট হোক। সবাইকে আবারো শারদীয় শুভেচ্ছা।

আনন্দময় হোক শারদীয় দূর্গাপূজা ১৪২২।

উত্তম কুমার সাহা
সভাপতি
উত্তরা সার্বজনীন পুজা কমিটি